বাঁচার
তাগিদ আর অনুভব করি না, কথাটির আড়ালে যে আকুলতা প্রাণের, তা মূলত সৃষ্টির
প্রাকশর্ত, অনুভূতির আলো জ্বলে উঠলেই, ঐ বাক্যটির অভিমুখ যাবে সরে ! আর এই
আলো জ্বালতে পারে ভালোবাসা, হয় তো, একারণেই, কবি হয়ে ওঠেন চিরপ্রেমিক,
বিপ্লবী রোমান্টিক !
তারপরও আত্মহত্যা করতে হয়েছে কবিকে...
তাহলে কি আত্মহননের বীজ লুকিয়ে থাকে প্রাণের কুসুমে ?
তারপরও আত্মহত্যা করতে হয়েছে কবিকে...
তাহলে কি আত্মহননের বীজ লুকিয়ে থাকে প্রাণের কুসুমে ?
No comments:
Post a Comment