না-লেখা ডায়েরি থেকে তুলে আনি ভবিষ্যতকথা,
নির্জন স্টেশন, ভেঙে পড়া ডাকঘর,
তুলে আনি আত্মহত্যা, ছল-প্রতারণা,
ঘুঘুদের ডাক, বাঘনখ,
ছাইফুল ফুটে আছে সাদা পৃষ্ঠা জুড়ে,
বাঁ-দিকে নদীর হাতছানি, ঘূর্ণীজলে
ডুবে যাওয়া নৌকোর গলুই, তুলে আনি
তোমার বিবাহকালে এইসব সামান্য যৌতুক
গণবিষাদের লগ্নে দেবো তুলে, নিও !
নির্জন স্টেশন, ভেঙে পড়া ডাকঘর,
তুলে আনি আত্মহত্যা, ছল-প্রতারণা,
ঘুঘুদের ডাক, বাঘনখ,
ছাইফুল ফুটে আছে সাদা পৃষ্ঠা জুড়ে,
বাঁ-দিকে নদীর হাতছানি, ঘূর্ণীজলে
ডুবে যাওয়া নৌকোর গলুই, তুলে আনি
তোমার বিবাহকালে এইসব সামান্য যৌতুক
গণবিষাদের লগ্নে দেবো তুলে, নিও !
No comments:
Post a Comment