এই পথ
দিয়ে স্বর্গারোহন করেননি যুধিষ্ঠির, ফলে, কুকুরবেশী ধর্মও পা মাড়াননি
কখনও, এক চিলতে রোদ এসে পড়েছে এর গায়ে, যেন এই তার উত্তরীয়, খানিকটা ছায়া
মেশানো,এবং রহস্যও, যে রহস্যের ভেতর দিয়ে আমার বেড়ে ওঠা, ছায়াজল ছাড়াই, এ
পথে, এগিয়ে যেতে যেতে, দেখি, মেঘ খায় শরীর, নুনহীন মগজ, আর অবদমনের গন্ধ,
দেখি, হাঁ করে এগিয়ে আসছে শূর্পনখার ছোটবোন, সেও খাবে ছায়াজল, আর সকল
শীতলতা !
এ পথেই তোমাকে খুঁজি হরি পাগলের মত !
এ পথেই তোমাকে খুঁজি হরি পাগলের মত !
No comments:
Post a Comment