পা বাড়ালাম তোমার কাছে যাবার জন্য এই বেলা,
গোপন কথা রইলো পড়ে জুতোর মতো, স্যাণ্ড্রেরেলা !
হাতের শিরা কেটেছিলাম তোমার জিভে, নখে নখে,
এবার হবে মরণ খেলা পূর্ণমাসীর চোখে চোখে !
তোমার কাছে যাবার জন্য পা বাড়ালাম দশমীতে
উষ্ণতা আজ খুব জরুরী, রুটির মতো, এই শীতে !
আধেক দিও অমাবস্যায় আধেক রেখো পূর্ণিমাতে,
সাজিয়ে রেখো সক্রেটিসের পানপাত্রটি মধ্যরাতে ,
অস্তবেলার গরলশয্যা তোমার তীব্র মোহনাতে...
তোমার কাছে এবার যাবো শ্রাবণ শেষে সন্ধ্যারাতে !
গোপন কথা রইলো পড়ে জুতোর মতো, স্যাণ্ড্রেরেলা !
হাতের শিরা কেটেছিলাম তোমার জিভে, নখে নখে,
এবার হবে মরণ খেলা পূর্ণমাসীর চোখে চোখে !
তোমার কাছে যাবার জন্য পা বাড়ালাম দশমীতে
উষ্ণতা আজ খুব জরুরী, রুটির মতো, এই শীতে !
আধেক দিও অমাবস্যায় আধেক রেখো পূর্ণিমাতে,
সাজিয়ে রেখো সক্রেটিসের পানপাত্রটি মধ্যরাতে ,
অস্তবেলার গরলশয্যা তোমার তীব্র মোহনাতে...
তোমার কাছে এবার যাবো শ্রাবণ শেষে সন্ধ্যারাতে !
No comments:
Post a Comment