বন্ধু কে ?
চাণক্যলিখিত সূত্র মেনে নিতে গেলে, এই যুগে, বন্ধুলাভের সুযোগ আর থাকে না ! আবার ভার্চুয়াল জগতের দিকে তাকালে, সকলেই বন্ধু ! এদের বায়বীয় বন্ধুও বলা যেতে পারে !
বায়বীয় কথাটি বিপজ্জনক, তার বর্শামুখ উদ্যত থাকে নিজের দিকেই ! তবু মজা করার লোভ যাবে কোথায় ? এই বায়বীয় বন্ধুদের একজন সরদার ফারুক, যাকে কোনোদিন চিনতাম না, জানতাম না ! গতবছর, পুজোয়, ঢাকা গেলে, ফারুকই কমলাপুর বাসস্ট্যাণ্ডে রিসিভ করতে এসেছিলো আমাদের, আমার ইলিশপ্রীতির কারণে আটটা ইলিশ কিনে ফেলেছিলো সে ! বায়বীয় থেকে রক্তমাংসের বন্ধু হয়েছিলো ফারুক !
অথবা আমীর চারু ? আজ পর্যন্ত দেখিনি তাকে ! মিশর না কোথায় যেন থাকেন তিনি ! ঢাকা গিয়ে কোথায় থাকবো, এ নিয়ে তার কত দুর্ভাবনা সেবার ! শেষ পর্যন্ত ঢাকার এক থ্রিস্টার হোটেলই বুক করে ফেললেন আমার জন্য ! থাকাখাওয়ার যাবতীয় খরচ আমীর চারুর ! না-দেখা এক বায়বীয় বন্ধুর জন্য মিশরে বসে এতদূর করা, আমার চিন্তার বাইরে !
সুতরাং, বন্ধু কে, এই প্রশ্নের সামনে দাঁড়িয়ে হতবাক হয়েই থাকি বারবার ! কেন না, যাকে বন্ধু ভেবে উজার করে দিয়েছিলাম কোনো এক সময়, সে-ই আমাকে পেছন থেকে ছুরি মেরেছে, সেই রক্তক্ষরণ এখনও থামেনি !যাকে স্নেহ করেছি অনুজের মতো বা তারও বেশি, তার গোপন কলকাঠির আওয়াজ কানে বাজে এখনও ! তবু সেই আপ্তবাক্যটির শরণ নিই আজও, মানুষের প্রতি বিশ্বাস হারানো মহাপাপ ! এখনও বিশ্বাস করি মানুষকেই !
চাণক্যলিখিত সূত্র মেনে নিতে গেলে, এই যুগে, বন্ধুলাভের সুযোগ আর থাকে না ! আবার ভার্চুয়াল জগতের দিকে তাকালে, সকলেই বন্ধু ! এদের বায়বীয় বন্ধুও বলা যেতে পারে !
বায়বীয় কথাটি বিপজ্জনক, তার বর্শামুখ উদ্যত থাকে নিজের দিকেই ! তবু মজা করার লোভ যাবে কোথায় ? এই বায়বীয় বন্ধুদের একজন সরদার ফারুক, যাকে কোনোদিন চিনতাম না, জানতাম না ! গতবছর, পুজোয়, ঢাকা গেলে, ফারুকই কমলাপুর বাসস্ট্যাণ্ডে রিসিভ করতে এসেছিলো আমাদের, আমার ইলিশপ্রীতির কারণে আটটা ইলিশ কিনে ফেলেছিলো সে ! বায়বীয় থেকে রক্তমাংসের বন্ধু হয়েছিলো ফারুক !
অথবা আমীর চারু ? আজ পর্যন্ত দেখিনি তাকে ! মিশর না কোথায় যেন থাকেন তিনি ! ঢাকা গিয়ে কোথায় থাকবো, এ নিয়ে তার কত দুর্ভাবনা সেবার ! শেষ পর্যন্ত ঢাকার এক থ্রিস্টার হোটেলই বুক করে ফেললেন আমার জন্য ! থাকাখাওয়ার যাবতীয় খরচ আমীর চারুর ! না-দেখা এক বায়বীয় বন্ধুর জন্য মিশরে বসে এতদূর করা, আমার চিন্তার বাইরে !
সুতরাং, বন্ধু কে, এই প্রশ্নের সামনে দাঁড়িয়ে হতবাক হয়েই থাকি বারবার ! কেন না, যাকে বন্ধু ভেবে উজার করে দিয়েছিলাম কোনো এক সময়, সে-ই আমাকে পেছন থেকে ছুরি মেরেছে, সেই রক্তক্ষরণ এখনও থামেনি !যাকে স্নেহ করেছি অনুজের মতো বা তারও বেশি, তার গোপন কলকাঠির আওয়াজ কানে বাজে এখনও ! তবু সেই আপ্তবাক্যটির শরণ নিই আজও, মানুষের প্রতি বিশ্বাস হারানো মহাপাপ ! এখনও বিশ্বাস করি মানুষকেই !
No comments:
Post a Comment