জীবন ? মানে ঐ সাপলুডো খেলা ? ঐ গা ছমছমে অন্ধকার ? খালি ক্লাসরুমের ঐ শূন্যতা ?
না কি, ঐ মন্দিরের ঘণ্টাধ্বনি ? ভোরের আজান ?
বাচ্চাকাচ্চা পয়দা করে ঢেঁকুর তোলা ?
ঘরবাড়ি, ব্যাংকব্যালেন্স ?
জীবন, তুমি জানো তোমার মানে ? মধ্যাহ্ন বা রাত্রি ?
জানো তুমি, কাকে বলে দীর্ঘশ্বাস ? কাকে বলে প্রাপ্তি ?
না কি, ঐ মন্দিরের ঘণ্টাধ্বনি ? ভোরের আজান ?
বাচ্চাকাচ্চা পয়দা করে ঢেঁকুর তোলা ?
ঘরবাড়ি, ব্যাংকব্যালেন্স ?
জীবন, তুমি জানো তোমার মানে ? মধ্যাহ্ন বা রাত্রি ?
জানো তুমি, কাকে বলে দীর্ঘশ্বাস ? কাকে বলে প্রাপ্তি ?
No comments:
Post a Comment