ক্ষতি কি, যদি হারিয়ে যাই কোনোদিন ?
ক্ষতি কি, যদি আকাশ একদিন নীল না হয়ে তুঁত রঙ হয়ে ওঠে !
গণিতসূত্রগুলি যদি কাজ না করে কোনোদিন,
যদি, নদী তার গতিপথ পালটে উজানে ধাবিত হয়, ক্ষতি কি ?
এতকাল সব সূত্র মেনে, দেখা গেছে, যন্ত্র হয়ে গেছে মানুষ, ব্যাংকসভ্যতা কাছে লাভ-ক্ষতির হিসেব শিখতে শিখতে, মানুষ জেনেছে, অস্ত্রই ক্ষমতার সোপান...
ক্ষতি কি, এই জানা থেকে যদি এক বিপল দূরে সরে থাকতে পারি ?
নিরাপত্তা ভাবি যাকে সে আসলে বাঘের খাঁচা !
ক্ষতি কি, যদি আকাশ একদিন নীল না হয়ে তুঁত রঙ হয়ে ওঠে !
গণিতসূত্রগুলি যদি কাজ না করে কোনোদিন,
যদি, নদী তার গতিপথ পালটে উজানে ধাবিত হয়, ক্ষতি কি ?
এতকাল সব সূত্র মেনে, দেখা গেছে, যন্ত্র হয়ে গেছে মানুষ, ব্যাংকসভ্যতা কাছে লাভ-ক্ষতির হিসেব শিখতে শিখতে, মানুষ জেনেছে, অস্ত্রই ক্ষমতার সোপান...
ক্ষতি কি, এই জানা থেকে যদি এক বিপল দূরে সরে থাকতে পারি ?
নিরাপত্তা ভাবি যাকে সে আসলে বাঘের খাঁচা !
No comments:
Post a Comment