গতজন্ম, ছায়া রেখে গেছে,
সে ছায়ার ডানা
দেখি, তোমার পিঠের ঐ যে,
দাগ, তিল নয়,
অস্পষ্ট কালির মতো লেগে
আছে রন্ধ্র জুড়ে,
তুমি তো জানো না, এই
বিষাদের কাছে
ঋণ রেখে চলে গেছে উজ্জ্বল সবুজ
তাকে ডাকো, ফিরিয়ে দিও না,
বলো, গতজন্ম,
লেগে আছে ছায়ার মায়ায়...
সে ছায়ার ডানা
দেখি, তোমার পিঠের ঐ যে,
দাগ, তিল নয়,
অস্পষ্ট কালির মতো লেগে
আছে রন্ধ্র জুড়ে,
তুমি তো জানো না, এই
বিষাদের কাছে
ঋণ রেখে চলে গেছে উজ্জ্বল সবুজ
তাকে ডাকো, ফিরিয়ে দিও না,
বলো, গতজন্ম,
লেগে আছে ছায়ার মায়ায়...
No comments:
Post a Comment