নীরব তোমার ঘরবাড়ি,
নিকানো উঠোন দিচ্ছে আড়ি
সাঁঝের পুকুর একা একা
ঝিমোয় জলের ত্রস্ত রেখা,
ডেকেছি গোপনে, এসো এসো
সাড়া যে দাওনি ? বুঝি, গেছো
দুপুরের ঘরে চুপি চুপি,
পরকিয়া আজ ক্লান্ত খুব-ই !
মোহন বাঁশিটি কলঘরে,
বোমারু বিমান থরে থরে
তোমার ঘরের সীমানাতে,
দেখেছো, ও নেহা, সন্ধ্যারাতে ?
তোমাকে ডাকছি, শোনো, শোনো
পরকিয়া থাক, অস্ত্র গোনো !
নীরব আমার কথাগুলি
শুনতে পেয়েছে নিত্য ধুলি,
তুমি কি পাওনি, সত্যি, বলো ?
চলো, এইবার, যুদ্ধে চলো !
দুপুরের ঘর ছেড়ে এসো
পরকিয়া সব ছেড়ে এসো !
নিকানো উঠোন দিচ্ছে আড়ি
সাঁঝের পুকুর একা একা
ঝিমোয় জলের ত্রস্ত রেখা,
ডেকেছি গোপনে, এসো এসো
সাড়া যে দাওনি ? বুঝি, গেছো
দুপুরের ঘরে চুপি চুপি,
পরকিয়া আজ ক্লান্ত খুব-ই !
মোহন বাঁশিটি কলঘরে,
বোমারু বিমান থরে থরে
তোমার ঘরের সীমানাতে,
দেখেছো, ও নেহা, সন্ধ্যারাতে ?
তোমাকে ডাকছি, শোনো, শোনো
পরকিয়া থাক, অস্ত্র গোনো !
নীরব আমার কথাগুলি
শুনতে পেয়েছে নিত্য ধুলি,
তুমি কি পাওনি, সত্যি, বলো ?
চলো, এইবার, যুদ্ধে চলো !
দুপুরের ঘর ছেড়ে এসো
পরকিয়া সব ছেড়ে এসো !
No comments:
Post a Comment