তিন
নারী, তিনজনই নারীবাদী, বসেছে আড্ডায়, আর আমি কাঁচুমাচু হয়ে এক বিছানায়
আছি, বলা যায় না, কখন আক্রান্ত হই পুরুষ প্রতিনিধি হিসেবে ! রাত রীতিমতো
গভীর এবং নিদ্রাহীন ! আড্ডার বিষয়ও মজার, নন্দিতা নেতৃত্বে, প্রীতি আচার্য
ফোড়ন দিয়ে চলছে, মিতালি নীরবে ঠুকে যাচ্ছে তাল !
আমার ভয়ের কারণ কম নয়, লিফটেই একবার আক্রান্ত হয়ে পড়েছিলাম, উফ, বেঁচে গেছি ! নারীবাদী হয়েই রাত পার করে দেবো ভাবছি !
আমার ভয়ের কারণ কম নয়, লিফটেই একবার আক্রান্ত হয়ে পড়েছিলাম, উফ, বেঁচে গেছি ! নারীবাদী হয়েই রাত পার করে দেবো ভাবছি !
No comments:
Post a Comment