চলে যাচ্ছো ? যাও !
দরজটা একটু ভেজিয়ে দিয়ে যেও !
এখন আঁধার দরকার,
আমাকে ঘুমোতে হবে ! কতদিন ঘুম
নেই চোখে, অধোজীবনের
পথে এটুকু আশ্রয় থাক !
তোমার সবুজ ব্যাগ নিয়ে যেও, চাবি
রয়েছে সেলফে, ডায়েরিটা
ফেলে যেও না আবার, তোমার সকল
টুকরো টুকরো কথা, জলপ্রপাতের
মত ছটফট, সব রয়েছে ওখানে !
সব নিয়ে যেও
কঙ্কালের মত পড়ে থাকা চিহ্ন সহ
শূন্য ঘরে বড় বেমানান
ঐ সব মুহূর্ত, নিয়ে যেও
যাবার আগে, ঐ দরজাটা...
দরজটা একটু ভেজিয়ে দিয়ে যেও !
এখন আঁধার দরকার,
আমাকে ঘুমোতে হবে ! কতদিন ঘুম
নেই চোখে, অধোজীবনের
পথে এটুকু আশ্রয় থাক !
তোমার সবুজ ব্যাগ নিয়ে যেও, চাবি
রয়েছে সেলফে, ডায়েরিটা
ফেলে যেও না আবার, তোমার সকল
টুকরো টুকরো কথা, জলপ্রপাতের
মত ছটফট, সব রয়েছে ওখানে !
সব নিয়ে যেও
কঙ্কালের মত পড়ে থাকা চিহ্ন সহ
শূন্য ঘরে বড় বেমানান
ঐ সব মুহূর্ত, নিয়ে যেও
যাবার আগে, ঐ দরজাটা...
No comments:
Post a Comment