সত্তর
দশকের মাঝামাঝি তখন, জরুরী অবস্থা জারি হয়নি, 11 অক্রুর দত্ত লেন থেকে
প্রকাশিত হতো কৃত্তিবাস ! মাসিক পত্রিকা হিসেবে ! সুনীল গঙ্গোপাধ্যায়
সম্পাদক ! কবিতার পাতা দেখছেন শক্তি চট্টোপাধ্যায়, প্রিয় সম্পাদক ও মিনি
বিজ্ঞাপন দেখছেন সন্দীপন চট্টোপাধ্যায় !
কর্মসূত্রে আমি তখন কৃত্তিবাসের সঙ্গে জড়িত আর মিনি বিজ্ঞাপন-এর পাতার কাজ করছি সন্দীপনদার তত্ত্বাবধানে !
মনে আছে, সেই মিনি বিজ্ঞাপনগুলি হয়ে উঠেছিলো গোপন যোগসূত্রের উপায়, এই যেমন, ক রবীন্দ্রসদনে বিকেল তিনটায় থেকো ! ম !
কাকে বলা হলো কে বললো, বোঝার উপায় নেই, কিন্তু যার বোঝার সে বুঝে গেলো !
মনে আছে, নকশালপীড়িত কলকাতার সেই দিনগুলিতে পুলিশের কাছে এই মিনি বিজ্ঞাপনও হয়ে উঠেছিলো আতঙ্কের, ফলে, বাধ্য হয়ে, পঞ্চানন ঘোষালের মতো ডাকসাঁইটে গোয়েন্দা পুলিশ অফিসারকে ছুটে আসতে হয়েছিলো কৃত্তিবাস অফিসে !
আজ ফেসবুকেও এরকম ইশারাময় ব্যক্তিগত স্ট্যাটাস পোস্ট হচ্ছে, যা কেবল যাকে বলা হচ্ছে, সেই জানে এবং বোঝে, অপরে নয় !
কর্মসূত্রে আমি তখন কৃত্তিবাসের সঙ্গে জড়িত আর মিনি বিজ্ঞাপন-এর পাতার কাজ করছি সন্দীপনদার তত্ত্বাবধানে !
মনে আছে, সেই মিনি বিজ্ঞাপনগুলি হয়ে উঠেছিলো গোপন যোগসূত্রের উপায়, এই যেমন, ক রবীন্দ্রসদনে বিকেল তিনটায় থেকো ! ম !
কাকে বলা হলো কে বললো, বোঝার উপায় নেই, কিন্তু যার বোঝার সে বুঝে গেলো !
মনে আছে, নকশালপীড়িত কলকাতার সেই দিনগুলিতে পুলিশের কাছে এই মিনি বিজ্ঞাপনও হয়ে উঠেছিলো আতঙ্কের, ফলে, বাধ্য হয়ে, পঞ্চানন ঘোষালের মতো ডাকসাঁইটে গোয়েন্দা পুলিশ অফিসারকে ছুটে আসতে হয়েছিলো কৃত্তিবাস অফিসে !
আজ ফেসবুকেও এরকম ইশারাময় ব্যক্তিগত স্ট্যাটাস পোস্ট হচ্ছে, যা কেবল যাকে বলা হচ্ছে, সেই জানে এবং বোঝে, অপরে নয় !
No comments:
Post a Comment