মুগ্ধ
হয়ে তাকিয়ে দেখি, আসন্ন সন্ধ্যার রঙ, সামান্য নীল মিশে গেছে ঐ প্রখর লালে,
যেন অভিমান মুখ লুকোতে চাইছে ক্রোধের আড়ালে, ক্রোধ ক্রমে রূপান্তরিত
হচ্ছে অলৌকিক ভালোবাসায়, সন্ধ্যার এই ভালোবাসা বহু জনমের, বহু
প্রার্থনার...
আমি আজ সার্থক, সন্ধ্যার এই অনির্বচনীয় রূপ ও ভালোবাসায় মজে থেকে...
আমি আজ সার্থক, সন্ধ্যার এই অনির্বচনীয় রূপ ও ভালোবাসায় মজে থেকে...
No comments:
Post a Comment