স্বপ্ন আর বাস্তবের মাঝখানে এক বৈতরণী, যার সর্বগ্রাসী স্রোত আর ঢেউ আছড়ে পড়ছে কূল ছাপিয়ে, এখানেও...
হা হা করে ছুটে আসছে অন্ধকার, আর আমি, ঐ অন্ধকারের ভেতর খুঁজে বেড়াচ্ছি স্বপ্নের নীল হাড়গুলি...
জানি, একদিন, এই বৈতরণী পার হবো, এই হাড়ের নৌকো করে...
ততদিন, হ্যাঁ, ততদিন প্রতীক্ষা করো, স্বপ্নময় দিনগুলি !
হা হা করে ছুটে আসছে অন্ধকার, আর আমি, ঐ অন্ধকারের ভেতর খুঁজে বেড়াচ্ছি স্বপ্নের নীল হাড়গুলি...
জানি, একদিন, এই বৈতরণী পার হবো, এই হাড়ের নৌকো করে...
ততদিন, হ্যাঁ, ততদিন প্রতীক্ষা করো, স্বপ্নময় দিনগুলি !
No comments:
Post a Comment