সন্ধ্যার ঐ কাতরতা টের পাই, নদীর জলে উন্মাদিনীর মতো
ঝাঁপিয়ে পড়ে সাঁতার কাটছে, তার খোলা চুলে লেগে আছে সূর্যাস্তের রঙ...
আমি চেয়ে দেখি এই অপরূপ দৃশ্য...বড় মায়া লেগে আছে এই দৃশ্যে...আর একান্ত ভালোবাসাও !
সন্ধ্যা কি আমার কাতরতা অনুভব করে ? কখনও ?
ঝাঁপিয়ে পড়ে সাঁতার কাটছে, তার খোলা চুলে লেগে আছে সূর্যাস্তের রঙ...
আমি চেয়ে দেখি এই অপরূপ দৃশ্য...বড় মায়া লেগে আছে এই দৃশ্যে...আর একান্ত ভালোবাসাও !
সন্ধ্যা কি আমার কাতরতা অনুভব করে ? কখনও ?
No comments:
Post a Comment