Monday, August 18, 2014

কাঠঠোকরাটিকেও দেখি,
খুঁটে খায় কাঠ, তাহলে এই দাঁড়ালো, কাঠেও রয়েছে খাদ্য ও পানীয়গুণ !

এই দেখা সরলতা মাত্র, অংশত বিভ্রম,
সকল দেখার মত বিভ্রমরচিত এই দেখা
কবিকে বিপন্ন করে, ভেতরে ভেতরে
কিছু ঘুণপোকা তাকে খায়,
ফাঁপা, অন্তঃসারহীন দিনগুলি রাতগুলি তাকে
ঘিরে ধরে, নাচে, নেচে যায়...

সে তখন ভাবে, প্রার্থনাও করে, একা
কাঠঠোকরাটি এসে তাকে যেন খুঁটে খায়
বৃক্ষের মতন,
আসলে তো তাকে নয়, ঐ ঘুণপোকাগুলিকে...

No comments:

Post a Comment