তসলিমা নাসরিন আমার প্রিয় লেখিকা বা কবি নন ! তার লেখা আমাকে টানেনি !
তার মানে এই নয় যে, ভারত সরকার তার ভিসার মেয়াদ কমিয়ে দিয়েছে, তাকে সমর্থন করবো ! একজন লেখিকা সরব হয়েছেন পুরুষতন্ত্রের বিরুদ্ধে, মৌলবাদের বিরুদ্ধে, তার এই বিরোধিতাকে স্যালুট জানাই ! এই কাজ করা দরকার ছিলো আমাদের, আমরা তা করতে পারিনি, এ আমাদেরই দীনতা !
ভারত সরকার গণতন্ত্রে বিশ্বাসী, তসলিমার ভিসার মেয়াদ কমিয়ে দিয়ে গণতন্ত্রেরই গলা টিপে ধরছে !
আশা করি, সরকারের বোধোদয় হবে একদিন !
তার মানে এই নয় যে, ভারত সরকার তার ভিসার মেয়াদ কমিয়ে দিয়েছে, তাকে সমর্থন করবো ! একজন লেখিকা সরব হয়েছেন পুরুষতন্ত্রের বিরুদ্ধে, মৌলবাদের বিরুদ্ধে, তার এই বিরোধিতাকে স্যালুট জানাই ! এই কাজ করা দরকার ছিলো আমাদের, আমরা তা করতে পারিনি, এ আমাদেরই দীনতা !
ভারত সরকার গণতন্ত্রে বিশ্বাসী, তসলিমার ভিসার মেয়াদ কমিয়ে দিয়ে গণতন্ত্রেরই গলা টিপে ধরছে !
আশা করি, সরকারের বোধোদয় হবে একদিন !
No comments:
Post a Comment