Friday, August 29, 2014

জয় বাবা মহারাজ !
জয় শ্রী শ্রী 108 বাবা মহারাজ ! আপনার কৃপায় আমার অন্তহীন সুখ ! এই দালানবাড়ি, ব্যাংকব্যালেন্স, বেতন ছাড়াই টুপাইস কামাই, এই হাঁকডাক, সকলই আপনার অপার করুণা !
আপনি ঈশ্বরের সাক্ষাত্ এজেন্ট, জানি না, আপনার কমিশন রেট কত ! তবে , মনে হয়, মোটা কমিশনই মেলে ঈশ্বর কোমপানী থেকে !
না হলে ঐ তেল-মাখন চেহারা হবার কথা নয় !
সে যাই হোক, যে কথা বলছিলাম, আপনার কোমপানী কি ইদানীং আরও এজেন্ট নিয়োগ করতে যাচ্ছে ?
যদি করে, আমার এক ক্যাণ্ডিডেট আছে, একটু দেখবেন !
তার জন্য আপনার বামপকেট ভরে দেবো ! না না, এটা জাস্ট ভালোবাসার উপহার !

No comments:

Post a Comment