সবুজ গালিচা, উড়ে এসো
আরব্য-উপন্যাসের পাতা থেকে এই
শ্রাবণদশমী শেষে, বদ্বীপ সাজিয়ে
রেখেছে নরম রেশমের ঐ মেয়েটি,
উড়ে এসো যাদুকাঠি হাতে !
ঘন উপত্যকা জুড়ে পরিত্রাহি মাম,
আছড়ে পড়েছে ত্রস্ত ঢেউ,
দুকূল ভাসিয়ে জল একা উঠে আসে অন্ধকারে,
মেয়েটি জানে না, কতদূর যাবে ভেসে মোহনার ঝাউবন, সাজানো বদ্বীপ,
সুনামী যখন আসে কে আর খেয়াল
রাখে ঘরের কাঠামো ?এসো,
সবুজ গালিচা, তাকে তুলে নাও
তোমার উপরে, বিপরীত মুদ্রাযোগে,
এবার রচনা করো দীর্ঘ উপন্যাস !
আরব্য-উপন্যাসের পাতা থেকে এই
শ্রাবণদশমী শেষে, বদ্বীপ সাজিয়ে
রেখেছে নরম রেশমের ঐ মেয়েটি,
উড়ে এসো যাদুকাঠি হাতে !
ঘন উপত্যকা জুড়ে পরিত্রাহি মাম,
আছড়ে পড়েছে ত্রস্ত ঢেউ,
দুকূল ভাসিয়ে জল একা উঠে আসে অন্ধকারে,
মেয়েটি জানে না, কতদূর যাবে ভেসে মোহনার ঝাউবন, সাজানো বদ্বীপ,
সুনামী যখন আসে কে আর খেয়াল
রাখে ঘরের কাঠামো ?এসো,
সবুজ গালিচা, তাকে তুলে নাও
তোমার উপরে, বিপরীত মুদ্রাযোগে,
এবার রচনা করো দীর্ঘ উপন্যাস !
No comments:
Post a Comment