কাকে ভালোবেসেছিলে তুমি ?
নিজের ছায়াকে ?
সন্ধ্যা আসে কাছে,
বলো, কাকে ভালোবেসেছিলে ?
রক্তাক্ত চুমুর দাগ মুছে না কখনও,
একথা জানো কি তুমি ? না কি
সকল সূত্রের মত চোখের কালিতে
ধরে আছো গতজন্ম প্রেম ?
নিজের ছায়াকে ?
সন্ধ্যা আসে কাছে,
বলো, কাকে ভালোবেসেছিলে ?
রক্তাক্ত চুমুর দাগ মুছে না কখনও,
একথা জানো কি তুমি ? না কি
সকল সূত্রের মত চোখের কালিতে
ধরে আছো গতজন্ম প্রেম ?
No comments:
Post a Comment