দেবো, সব দেবো,
ঘরের কাঠামো
সহ ভিটেমাটি,
পোড়া কাঠ, ছাই,
অস্থি ও মাংস,
এই অন্ধ চোখ,
আব্রুহীন জিহ্বা,
তুলে দেবো হাতে !
লজ্জা, অপমান
প্রভু, দ্রৌপদীর
ছিলো না কখনো !
তুমি জানো সব,
এই বেঁচে থাকা,
মৃতের সমান !
ঘরের কাঠামো
সহ ভিটেমাটি,
পোড়া কাঠ, ছাই,
অস্থি ও মাংস,
এই অন্ধ চোখ,
আব্রুহীন জিহ্বা,
তুলে দেবো হাতে !
লজ্জা, অপমান
প্রভু, দ্রৌপদীর
ছিলো না কখনো !
তুমি জানো সব,
এই বেঁচে থাকা,
মৃতের সমান !
No comments:
Post a Comment