লেখাটা পুরোণো, খেলাটাও...
দাহপত্রময় মেলাটাও,
বলিনি তোমাকে ? গোধূলিতে,
শিরা কেটে দেবো, এসো নিতে !
ম্যাজিক জমেছে মঞ্চ জুড়ে
হাততালি আর শিস ওড়ে !
পতাকার নিচে ছিন্নমস্তা
নক্ষত্র ছিলো কি তার হস্তা ?
খেলাটা জমুক, এসো তুমি
জিভ কেটে দেবো, জন্মভূমি,
আমার নীরব মুখরতা !
আমার সরব অচলতা !
দাহপত্রময় মেলাটাও,
বলিনি তোমাকে ? গোধূলিতে,
শিরা কেটে দেবো, এসো নিতে !
ম্যাজিক জমেছে মঞ্চ জুড়ে
হাততালি আর শিস ওড়ে !
পতাকার নিচে ছিন্নমস্তা
নক্ষত্র ছিলো কি তার হস্তা ?
খেলাটা জমুক, এসো তুমি
জিভ কেটে দেবো, জন্মভূমি,
আমার নীরব মুখরতা !
আমার সরব অচলতা !
No comments:
Post a Comment