নিয়তি
কেন বাধ্যতে, এই প্রবচনটির মানে এখন টের পাই, শত প্রয়াসেও যখন ভাগ্যের,
দরজা থাক, জানালাটা পর্যন্ত খোলে না, যখন দেখি, খলনায়িকার মত নিয়তি হেসে
যাচ্ছে নীরবে, টের পাই, এই অন্ধকার ব্যতীত আমার আর আশ্রয় নেই...
অভিশপ্ত এই জীবনের শেষদিনগুলি গিলে খেতে আসছে আমাকে...
ঐ হাঁ...স্থবির ছাগশিশু যেভাবে অজগরের সামনে থাকে, আমিও আছি, হ্যাঁ, ঐ হাঁ-য়ের মুখে !
অভিশপ্ত এই জীবনের শেষদিনগুলি গিলে খেতে আসছে আমাকে...
ঐ হাঁ...স্থবির ছাগশিশু যেভাবে অজগরের সামনে থাকে, আমিও আছি, হ্যাঁ, ঐ হাঁ-য়ের মুখে !
No comments:
Post a Comment