মাঝে
মাঝে ভাবি, একদিন, সবকিছু পালটে যাবে ! একদিন, নিপীড়ণ শব্দটিই থাকবে না
এই জগতে আর অভিধানে ! এরকম আরও কিছু শব্দ, এই যেমন, ধর্ষণ, শোষণ, শাসন,
অত্যাচার, অহংকার, আধিপত্য বা ঐ পাপপূণ্য, মোক্ষ, অন্ধত্ব কথাগুলি মুছে
যাবে চিরতরে !
মানুষ তার মতো করে বাঁচবে, তার মতো করে রচনা করবে তার.আপন জগত !
হায় ! আমার ইচ্ছা কি পূরণ
হবে কোনোদিন ?
মানুষ তার মতো করে বাঁচবে, তার মতো করে রচনা করবে তার.আপন জগত !
হায় ! আমার ইচ্ছা কি পূরণ
হবে কোনোদিন ?
No comments:
Post a Comment