বিপুলা এ পৃথিবীর আমি কেউ নই ।
ঘাসের ঘ্রাণের রঙে ফুটে ওঠি রোজ,
মরে যাই কলের ধোোঁয়ায় ।
যে ছেলেটি কলার উঁচিয়ে চলে গেলো, তাকে দেখি ।
যে মেয়েটি ফিরে এলো নখ থেকে, দাঁত থেকে, ক্ষণ
বিষ থেকে, রাতের কল্লোল
থেকে ফিরে আসে মেয়ে, তাকে দেখি ।
দুপুর বাগান থেকে উড়ে যায় মথ, দেখি তাও ।
ফুটেছে পাহাড় আজ রাবারের বিষে । তাও দেখি ।
চাঁদার রসিদ হাতে যারা আসে রোজ,
তাদের হাসির ছুরি বিদ্ধ করে আগামী দিনের হৃৎপিণ্ড ।
মরে যেতে যেতে তবু পরীদের নাচ হয় মৃতভূমি জূড়ে ।
ঘাসের ঘ্রাণের রঙে ফুটে ওঠি রোজ,
মরে যাই কলের ধোোঁয়ায় ।
যে ছেলেটি কলার উঁচিয়ে চলে গেলো, তাকে দেখি ।
যে মেয়েটি ফিরে এলো নখ থেকে, দাঁত থেকে, ক্ষণ
বিষ থেকে, রাতের কল্লোল
থেকে ফিরে আসে মেয়ে, তাকে দেখি ।
দুপুর বাগান থেকে উড়ে যায় মথ, দেখি তাও ।
ফুটেছে পাহাড় আজ রাবারের বিষে । তাও দেখি ।
চাঁদার রসিদ হাতে যারা আসে রোজ,
তাদের হাসির ছুরি বিদ্ধ করে আগামী দিনের হৃৎপিণ্ড ।
মরে যেতে যেতে তবু পরীদের নাচ হয় মৃতভূমি জূড়ে ।
No comments:
Post a Comment