মোদী
উবাচ : মাম্ একম্ শরণং ব্রজঃ ! ভারতবর্ষের অধিকাংশ লোক মোদীর এই কথা
বেদবাক্য মনে করেছেন । লোকতন্ত্রে বিপ্লবের স্থান নেই, জেনেও, বিপ্লবের
স্বপ্ন বিকিয়ে যাচ্ছে গোপালনভবন । এবার কেউ এই স্বপ্ন কিনতে আসেননি এগিয়ে ।
স্বপ্ন বিক্রি হয়নি । মাতা ও পুত্রের প্রতি আস্থা নেই আর । ফলে, জনগণ
ভেবেছেন, গীতার বচনই শ্রেয় । এই পাঁচ বছর, মোদীর সামনে কণ্টকময় পথ । অতি
সহজ না বিষয়টা । আবেগ আর বাস্তব এক না । এটা এখন টের
পাচ্ছেন বঙ্গেশ্বরী স্বয়ং । জয়ললিতা আর নবীন পটনায়ক এবং মমতার কাছেই
মোদীরথ থমকে গেছে । এই ত্রিফলার ভার কিন্তু কম নয় । ফলে, সতর্ক ভাবে পা
ফেলতে হবে মোদিকে । একই কথা ঐ ত্রয়ীর পতিও । রাজা আসে রাজা যায়, প্রজাগণ
থাকে সেই তিমিরেই । ভারতবর্ষ দেখেছে অনেক প্রতাপান্বিত শাসক, এখন ধুলোয়
মিশে গেছে তারা । মোদী কি তা জানেন ?
No comments:
Post a Comment