আহাম্মক
আমি । মা বকতেন, বুরবকই থাকবা । তোর কান্ধে জোয়াল রাইখ্যা আল (হাল) বাইবো
লোকে । কখনও কখনও আদর করে বলতেন, তোর মাথায় লবণ রাইখ্যা বড়ই খাইবো অন্যেরা ।
সাবধান থাকবা । মা তার এই ছেলেকে ঠিক চিনেছিলেন, তিনিও যে উপেক্ষিতা, তার
সন্তান আমি, এক মস্ত বড় আহাম্মক ।
No comments:
Post a Comment