আমার
জন্মলগ্ন কি ছিলো, কে জানে, কর্মক্ষেত্রে কারও মন পেলাম না আজও । আপ্রাণ
চেষ্টা করি, কোনো খুঁত যাতে না থাকে কোথাও । তারপরও দেখা যায় লোহার বাসরের
ছিদ্রের মত রয়ে গেছে মারাত্মক এক খুঁত । কেন তা হবে ? সহকর্মীদের কেউ কেউ
আমাকে ভালোবাসেন বটে, আবার এও জানি, উলটোটাও আছে । তাহলে কি সর্ষের মধ্যে
ভূত থেকে যাচ্ছে ? এই ভূততন্ত্রে সকলই সম্ভব । দিন হয়ে যায় রাত তাদের
কল্যাণে । তাহলে কি আবার বদলির খড়্গ আসছে নেমে ? কে জানে ? মনে শুধু কু
ডাকছে আজকাল । চাকুরির আয়ু আর মাত্র পাঁচমাস, এর মধ্যে আবার বদলি ?
No comments:
Post a Comment