মিছিলের আমি কেউ নই ।
আমি কেউ নই মিছিলের ।
কেউ নই আমি মিছিলের ।
নই আমি মিছিলের কেউ ।
দূর থেকে দেখি, রোজ, মিছিলের ছায়া
এসে গ্রাস করে আমার বসতি ।
আমি কেউ নই মিছিলের ।
কেউ নই আমি মিছিলের ।
নই আমি মিছিলের কেউ ।
দূর থেকে দেখি, রোজ, মিছিলের ছায়া
এসে গ্রাস করে আমার বসতি ।
No comments:
Post a Comment