@একটি
অসফল লেখা@ ক্রমশ আবছা হয়ে যাচ্ছে দৃষ্টি । না, চোখের জলে নয় । সে কবে
শুকিয়ে গেছে । দু'চোখে এখন খরা । রেটিনার থেকে সরে যাচ্ছে আলো । একটা গোলক
বা ঐ বিন্দু এঁটে থাকে চশমার কাচে । মনে হয়, সবটাই আকাশ, যা শুয়ে আছে দূরে ।
আবহসঙ্গীতে মিশে আছে সামান্য বিষাদ, না হলে ওঠে না জমে প্রত্যাখ্যানকথা ।
লোকে জানে সব, জানে না বিদায়ীজন, রেটিনার আলো নিভে গেলে শুরু হয় উন্মাদকথন ।
আমি তবে সে উন্মাদ, ন'তলার কার্ণিশে পা রেখে দাঁড়িয়েছি অন্ধচোখে । ঝাঁপ
দিতে গিয়ে থেমে আছি দূর বিষাদসঙ্গীতে ।
No comments:
Post a Comment