শেষের
সে দিনটির কথা ভাবি, আর পুলকিত হই, যে, এখনও বেঁচে আছি, স্বপ্ন দেখি,
স্বপ্ন, স্বপ্ন, গ্রীস ও মিশর ভ্রমণের স্বপ্ন, প্রাচীন রোমের গন্ধ নেবার
স্বপ্ন, প্যারিস ও, না থাক, এত স্বপ্ন দেখা ভালো নয় মোটেই, ছেঁড়া কাঁথায়
শুয়ে এসব স্বপ্ন দেখতে নেই । তার চেয়ে, ভালোবাসার স্বপ্ন দেখি...শেষের সে
দিনটি পর্যন্ত ।
No comments:
Post a Comment