মুশকিল
হলো, এই যে, ভার্চুয়াল জগতের দেবদেবীরা যখন আমাদের মত সাধারণ লোকের ঘর আলো
করে, ঐ জগত থেকে, নেমে আসেন, তখন তাদের বসতে দেবার মত উপযুক্ত সোফা বা
চেয়ার নেই বাস্তবের এই রুখুসুখু ঘরে । পোড়া টায়ারের গন্ধ, মাছের আঁশটে
গন্ধ, ধুলোবালি, ময়লার ডাঁই নিয়ে এই জগতে । ফলে, এই গ্রহের বাসিন্দা
হিসেবে, সংকোচ ব্যতীত আর কিছু নেই ভার্চুয়াল মানুষদের দেবার । যারা এই
শূন্য দেয়াল ভেঙে এগিয়ে আসতে পারেন, তাদের জন্য ডম্বুরের নৌকাভ্রমণ ফ্রি ।
No comments:
Post a Comment