শরীরের ভেতর আরেক
শরীরের জন্ম হয়, অনুভব করো আজ তাকে ।
মনের ভেতর মন, যেন
জলের ভেতরে জল ক্রমে ওঠে ফুলে ।
গোপন দরোজা খুলে, রাত কাঁদে, একা ।
এসব পুরাণকথা জন্ম নেয় শরীরের রিক্ত কোষে কোষে ।
সকল দর্শন শেষে, সমাধিভূমিতে,
পড়ে থাকে ধুলি সহ শরীরের ভেতর শরীর
ঘাস সহ শূন্য এক মন । তার নাভি, কিছু হাড়...
রাত্রি কি তা জানে ? বিকেলের মৃত আলো ?
শরীরের জন্ম হয়, অনুভব করো আজ তাকে ।
মনের ভেতর মন, যেন
জলের ভেতরে জল ক্রমে ওঠে ফুলে ।
গোপন দরোজা খুলে, রাত কাঁদে, একা ।
এসব পুরাণকথা জন্ম নেয় শরীরের রিক্ত কোষে কোষে ।
সকল দর্শন শেষে, সমাধিভূমিতে,
পড়ে থাকে ধুলি সহ শরীরের ভেতর শরীর
ঘাস সহ শূন্য এক মন । তার নাভি, কিছু হাড়...
রাত্রি কি তা জানে ? বিকেলের মৃত আলো ?
No comments:
Post a Comment