আর একবার জন্ম নিতে হবে । মরা নদীটির জন্য ।
জন্মান্তর মানি না । তবু ঐ সন্ধ্যাটির জন্য
জন্ম নেবো । অন্ধকার পার হয়ে আলো ফুটবে রাত্রির চুলে ।
আর একবার...
জন্মান্তর মানি না । তবু ঐ সন্ধ্যাটির জন্য
জন্ম নেবো । অন্ধকার পার হয়ে আলো ফুটবে রাত্রির চুলে ।
আর একবার...
No comments:
Post a Comment