যারা
আমাকে ঘৃণা করে, তাদের শুভেচ্ছা জানাচ্ছি অন্তর থেকে । তাদের গালিগালাজ
যাতে ঠিকমতো শুনতে পাই, এজন্য, তাদের সাদর আমন্ত্রণ, তারা আসুন । আমার দরজা
সর্বদা তাদের জন্য খোলা । আমি মোহন দাস নয়, যে, এক গালে থাপ্পড় খেয়ে অপর
গাল পেতে দেবো । আমি শুধু বলবো, আয়না বা ক্যামেরা রাখবেন না । নিজের
কুৎসিত রূপ না দেখাই ভালো। তারা আসুন, এসে, গালি দিন । ঘৃণা প্রকাশ করুন ।
তাদের ঘৃণা ও গালি ভালো করে শুনতে আগ্রহী আমি । গালিও তো পুরস্কার । এই
সুযোগে তাদের প্রকৃত চেহারাটও দেখে নেওয়া যাবে ।
No comments:
Post a Comment