মোদী-উল্লাসে
যারা মেতেছেন, তাদের বলি, ফিরে তাকান হিটলারের উত্থানের দিনগুলির দিকে ।
কোনো পার্থক্য নেই। মোদী উচ্চাকাঙ্খী, ক্ষমতালোোভী এক ব্যক্তিমাত্র, যেমন
হয়ে থাকেন অন্য যে কোনো রাজনৈতিক দলের নেতারা ।
ভারতবর্ষের গভীরতম সংকটমোচনেের যাদুদণ্ড নেই মোদীর হাতে । ফলে তাকে নির্ভর করতে হবে আবেগের উপর, যে আবেগ ইহুদীনিিধনে প্ররোচিত করেছিলো হিটলারকে, গোধরা হত্যাকাণ্ডে প্ররোচিত করেছিল একদা মোদীকে, যদিও মাননীয় আদালত নিষ্কৃতি দিয়েছে তাকে । আবারও যে তা হবে না, তার কোনো সম্ভাবনা নেই ।
ভারতবর্ষের গভীরতম সংকটমোচনেের যাদুদণ্ড নেই মোদীর হাতে । ফলে তাকে নির্ভর করতে হবে আবেগের উপর, যে আবেগ ইহুদীনিিধনে প্ররোচিত করেছিলো হিটলারকে, গোধরা হত্যাকাণ্ডে প্ররোচিত করেছিল একদা মোদীকে, যদিও মাননীয় আদালত নিষ্কৃতি দিয়েছে তাকে । আবারও যে তা হবে না, তার কোনো সম্ভাবনা নেই ।
No comments:
Post a Comment