এখন
আর অবাক হবার বয়স নেই, বরং স্তব্ধ হয়ে লক্ষ্য করি, ইংরাজিতে একেই হয় তো
অবজারভেশন বলে, লক্ষ্য করি, যা ঘটছে বা ঘটানো হচ্ছে, তার যুক্তি বা
যৌক্তিকতা । কত হাত থাকে একটা ঘটনার পেছনে, কত ইন্ধনের ফলে, ঘটে যায় সবকিছু
। প্রথমে ধরা পড়ে না, পরে, ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায় সব । তখন হাসি পায়,
পর্দার আড়ালে থাকা ঐ সব মুখগুলি দেখে । অতিচালাকির যে বিষময় ফল থাকে, তা,
হয় তো, জানেন না তারা । অপরকে ক্রীড়নক বানাতে গিয়ে, নিজেরাই কখন পাপেট হয়ে
বসেছে, সেই খেয়ালই থাকে না তাদের । মনুষ্য চরিত্র দেবতাদেরও গবেষণার বিষয়,
এটা যেমন ঠিক, তেমনি মেরুদণ্ডটাই যদি না থাকে, তাহলে, তারা কিসের মানুষ ?
No comments:
Post a Comment