জীবনবাবু,
আপনার সঙ্গে আমার অনেক কথা আছে । না, বার্গম্যান এর নায়কের মত বলবো না,
চলুন, এক রাউণ্ড দাবা খেলি । ঘোড়ার চাল আমি বুঝি না, তার ঐ আডাই ঘরের
প্যাঁচ থেকে পরিত্রাণ নেই, জেনে. হেরে বসে আছি খেলা শুরু হবার আগেই । এই
নিয়তি আপনারই রচিত । আপনি, বেশি নয়, আমাকে, তের মিনিট সময় দিন, তের, হ্যাঁ,
তের মিনিট । এর বেশি দরকার নেই, যা বলার শর্টকাট বলে ফেলবো । তা ছাড়া,
বেশি কথা বলারও কিছু নেই আমার । একটা মিনতি শুধু, ঐ তের মিনিট আমরা থাকবো
এক রুদ্ধঘরে, শ্রেণীবিভাজনহীন এক পরিবেশে, যেখানে রাবার নেই, দল নেই, নীরব
সন্ত্রাস নেই, পুলিশ নেই, আগ্রাসন নেই । এমনকি যেসব কথা হবে, তা পুড়িয়ে
ফেলা হবে । এটুকুই শর্ত । আপনি রাজি হবেন, আশা করি ।
No comments:
Post a Comment