Tuesday, May 20, 2014

বর্বরতার ইতিহাস আমরা জানি । বিজয়ীরা বিজিতদের ঘরবাড়ি ভাঙচুর করতো, লুটপাট করতো, নারীধর্ষণ থেকে যত কুকাজ আছে, সবই করতো তারা । সে যুগ পেরিয়ে এসেছি আমরা । তবু কি পেরিয়ে আসতে পেরেছি ? নির্বাচনের রেজাল্ট বেরুবার পর, বিজিতদলের সমর্থকদের উপর হামলা, ঘরবাড়ি ভাঙচুর করা অব্যাহত । এইসব ঘটনা পশ্চিমবঙ্গ বা ত্রিপুরায় বেশি । বিজয়ীদল ভাবে না, বিজিতদলের সমর্থকদেরও অধিকার আছে তাদের পছন্দের দলকে সমর্থন করার । এখানেই গণতন্ত্রের ব্যর্থতা । প্রবলের আক্রমণের সামনে দুর্বল সাময়িকভাবে চুপ করে থাকতে পারে, কিন্তু তার দীর্ঘশ্বাস ছারখার করে তুলতে পারে তার সোনার সাম্রাজ্য । দমদম বা রহড়ার দিকে আজ যা ঘটেছে, তাতে তৃণমূলের উল্লসিত হবার কারণ নেই, কেন না, এই নিপীড়িতরাই বিজেপির দিকে ঢলে পড়লে, আগামী বিধানসভার নির্বাচনচিত্র আর এক রকম হয়ে উঠতে পারে । অত্যাচারীর শাসনকাল সত্তর বছরের বেশি নয়, ইতিহাস জানে । তৃণমূলীরা তা জানলে তাদের পক্ষেই হিতকর ।

No comments:

Post a Comment