ভারতবর্ষকে
যদি উঠে দাঁড়াতে হয়, তাহলে যুবশক্তিকেই এগিয়ে আসতে হবে, যে যুবশক্তি হবে
ধর্মভীরু বা ধর্মান্ধ নয়, অসাম্প্রদায়িক, দলীয় চেতনায় নয়, মানবিক চেতনায়
সমৃদ্ধ । বিজেপি কংগ্রেস, তৃণমূল বা সিপিএম নয়, তাদের স্বপ্ন ও মেধা
নিবেদিত হবে দেশের জন্য । এ না হলে সেই যুবশক্তি বিভ্রান্ত পথের শরিক হবে ।
No comments:
Post a Comment