সকালে,
ঘুম থেকে উঠে, প্রথম ম্যাসেজ পাই এক অজানা নম্বর থেকে । "গোগ্রাসে আপনার
রাত্রিমথ শেষ করলাম রাত সাড়ে তিনটায় । দুর্দান্ত ! মার্কোজের পর এম
যাদুবাস্তবতা নিয়ে লেখা আর কোথায় ?" অজানা নম্বর দেখে, ফোন করি আমি । ওপারে
বাসব রায় । গৌহাটির ব্যতিক্রম কাগজটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তিনি ।
বললেন, এই লেখা কেন যে আদৃত হলো না ! তাকে বলি, আমার লেখা কেউ পড়ে না ।
পাঠযোগ্য নয় হয় তো ।
No comments:
Post a Comment