আমরা
যারা রাজনীতির এরেনার বাইরের লোক, তাদের অনেকেই জানতাম, বিজেপিই আসছে
ক্ষমতায় । এবং এলো প্রবল দাপটে যা অনেকের ভ্রু কুঁচকে দেবার মত । কংগ্রেস
ডুবেছে তার পাপেই । পরিবারতন্ত্র আর দুর্নীতি কংগ্রেসের ভরাডুবির প্রধান
কারণ, বললে, খুব একটা ভুল বলা হবে না । এরসঙ্গে করপোরেট থাবা তো রয়েছেই ।
মুক্ত বাজারের পক্ষে যতটা কংগ্রেস হেঁটেছে, বিজেপি হাঁটবে আরও বেশি । এটাই
বিশ্বব্যাংক থেকে দেশীয় করপোরেটদের ধারণা । মাঝখানে
বামপন্থী দলগুলি জীর্ণ পাতার মত ঝরে গেলো তাদের সুবিধাবাদী চরিত্রের কারণে
। আঞ্চলিক দলগুলির মধ্য তৃণমূল, এডিএমকে ছাড়া আর কেউ তেমনভাবে মাথা উঁচু
করে দাঁড়াতে পারলো না । তৃতীয় শক্তি হিসেবে তৃণমূল উঠে এলেও তাদের পথে অনেক
কাঁটা । অনুব্রত মণ্ডলের মত লোক থাকতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শত্রুর আর
প্রয়োজন কি ? এবার সময় এসেছে তৃণমূলকে এসব আগাছা কেটে স্বচ্ছ এক দল হিসেবে
তৈরি করার । না হলে পরবর্তী বিধানসভা নির্বাচন মমতাকে কঠিন পরীক্ষার সামনে
পড়তে হবে । তিনবছরের মমতাশাসন পাসমার্ক পেলেও ভালো নম্বর পাবার মত জায়গায়
নেই । বিজেপি সেই সুযোগ নেবেই ।
No comments:
Post a Comment