স্পাইনাল
কর্ড এর একটা ডিসক আমার আধভাঙা । এপেলো হাসপাতাল চেন্নাই থেকে বলা হয়েছিল,
ডোন্ট মুভ । আগরতলার ডঃ অরুণাভ দাশগুপ্ত বলেছিলেন, ডোন্ট মুভ । সরকারি
চাকর আমি, পেটের দায়ে ঐ অনুশাসন মেনে চলা আমার পক্ষে অসম্ভব । এমনিতেই
সরকারের রোষনজরে আছি । ফলে, অনুশাসন ভুলে থাকি আমি । প্রতিদিন গড়ে ১০০ কিমি
ছুটতে হয় আমাকে । এর ফল এখন পাচ্ছি । দু রাত ধরে ঘুমোতে পারি না প্রচণ্ড
ব্যথায় । অসহনীয় এই ব্যথা নিয়ে বাকি দিনগুলি অতিবাহিত করার কথা ভাবি ।
স্পাইনাল কর্ড এর ঐ ডিসক পুরো ভেঙে যাওয়ার দিন পর্যন্ত আমার এই অভিযাত্রা ।
No comments:
Post a Comment