তিনটে
বিয়ার, ওকেনগ্লো ফুল, আর হ্যাঁ, সোডার কথা ভুলে যেও না । ফুর্তি করতে এসে,
নো হরিন্নাম । শালা, সোম থেকে খাটছি চামড়া খুলে দিয়ে । আন্না, আজ যা মন
চায়, তাই করবো । শুয়োরের মাংস, মনে থাকবে তো ? আজ মিছিল নেই, দাদা নেই,
পাওনাদার নেই, অপমান নেই, আজ চিয়ার্স ।
দুব্বা ঘাসের চাইতেও নত হয়ে থাকতে থাকতে, মেরুদণ্ডটাই বেঁকে গেছে । আজ তা সোজা করবো । আজ আমিই মন্ত্রী, আমিই জনগণ ।
চিয়ার্স, বন্ধুগণ ।
দুব্বা ঘাসের চাইতেও নত হয়ে থাকতে থাকতে, মেরুদণ্ডটাই বেঁকে গেছে । আজ তা সোজা করবো । আজ আমিই মন্ত্রী, আমিই জনগণ ।
চিয়ার্স, বন্ধুগণ ।
No comments:
Post a Comment