পরী
@ চিন্তাসূত্র শব্দটির চিন্তা আছে সূত্রহীনভাবে । আমার সমস্যা এখানেই ।
দুটি পৃথক শব্দ এসে মিলিত হয়েছে প্রেমিকপ্রেমিকার মত, এই মিলনের নাম দিয়েছে
সমাস, আমি সমাস না সমাজ কোনদিকে যাবো, ভাবতে ভাবতে ছুটে এসেছি তোমার কাছে
। আর তুমি তখন তন্দ্রাচ্ছন্নের মত ঢুকে যাচ্ছো অনির্বচনীয় সেই দৃশ্যে, যে
দৃশ্যে কোনো সূর্যোদয় বা সূর্যাস্ত নেই, অন্ধকার নেই, আবহসঙ্গীত নেই, ডানা
পোড়ার গন্ধব্যতীত আর কিছু নেই ।
No comments:
Post a Comment