অর্জন বলতে এটুকুই,
খালি হাত, বালি ।
সসেমিরা শব্দটির কথা
তাকেও বলিনি ।
অর্জন বলতে এটুকুই,
এই অপমান ।
চিতার দুপাশে মুখগুলি
জানে কতটুকু
ঘৃণা আর ভালোবাসা মিশে
রচনা করেছে
আমার অর্জনপথ
রিক্ত চৈত্রদিনে ।
খালি হাত, বালি ।
সসেমিরা শব্দটির কথা
তাকেও বলিনি ।
অর্জন বলতে এটুকুই,
এই অপমান ।
চিতার দুপাশে মুখগুলি
জানে কতটুকু
ঘৃণা আর ভালোবাসা মিশে
রচনা করেছে
আমার অর্জনপথ
রিক্ত চৈত্রদিনে ।
No comments:
Post a Comment