দমকা
হাওয়া এলো কাপ্তাই বন্দর থেকে, সঙ্গে এক পশলা বৃষ্টি । তিন থেকে চারমিনিট ।
তারপর উধাও । সঙ্গে নিয়ে গেছে কারেন্ট । এই এক মুশকিল এখানে । দমকা
হাওয়াতেই বিদ্যুত পরিবাসী তার ছিঁড়ে যায়, এমন কি, বিএসএনএলও মুখ থুবড়ে পড়ে
যায় । যেমন মুখ থুবড়ে পড়ে উদ্বোধনের পর ব্রীজ, স্কুলবাড়ি, অফিসবিল্ডিং ।
No comments:
Post a Comment