একজন
লেখকের কাজ লেখা । লেখাই তার ধর্ম । তার ঈশ্বর । সেই ঈশ্বরের ভিত্তিভূমি
মানুষ । মানুষ না থাকলে ঈশ্বরের অস্তিত্বও থাকে না তখন । ফলে, মানুষের
সংকটে বিচলিত হয়ে পড়ে লেখকও । চুপ করে বসে থাকা তখন আর সাজে না তার । সে
লেখে, লিখতে বাধ্য হয় । না, এই লেখা কোনো দলীয় অনুশাসন থেকে নয় । দলের
পক্ষে চলে গেলে তার দৃষ্টি যে সংকীর্ণ হয়ে উঠতে পারে, যা কাম্য নয় । লেখক
বা কবি বা শিল্পী দলের উর্ধে, তার স্থান পাঠকের মনোভূমিতে । এই কারণে, দেশ
বা মানুষের সংকটকালে লিখতে হয় তাকে ।
No comments:
Post a Comment