Monday, May 26, 2014

রুডিয়া, তোমার ঊরুর বিস্তারেে কেঁপে ওঠে আজ
মৃত এই তৃতীয় বিশ্বের সকল শিক্ষাসসদন ।
রাত বাড়ে, একা, একা । ড্রাম
বাজছে তৃষ্ণার্ত পানশালা জুড়ে ।
ফ্লুরোসেন্ট আলো
ঠিকরে পড়ছে যোনিপীঠে ।
সেখানে উল্লাস রূপ নেয় সঙ্গীীতের ।

এই সব কথা লিখে রাখে তরুণ কবিটি,
গোপন ডায়েরি জুড়ে । আঁকিবুকি সহ ।
সে তোমাকে ভালোবেসে, ফাঁস পড়েছিলো
শ্বাসহীন রাতে ।

তুমি তাকে চেনো না কখনও । তুমি জানো,
তোমার জঙ্ঘার ভাঁজে চাপা পড়ে আছে
রুদ্ধ টাঁকশাল সহ তাদের মালিক ।

No comments:

Post a Comment