Monday, May 26, 2014

নানা জনের নানা কথার উত্তরে, আমার সম্পর্কে দুইখান কথা : (এক) আমি দুঃখবাদী নই, হতাশাবাদীও নই । ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়েও স্বপ্ন দেখি আর এক পৃথিবীর । (দুই) ভালোবাসাই আমার ঈশ্বর, আমার আর কোনো দেবতা বা ধর্ম নেই । ফলে, মন্দির মসজিদ বা গীর্জাকে মনে হয় ক্ষমতাভবন, পার্লামেন্ট বা রাজসিংহাসনের মত । লোকাল কমিটি বা স্থানীয় মন্দির মসজিদের পুরোহিত পয়গম্বরদের মধ্যে কোনো পার্থক্য দেখি না ।

No comments:

Post a Comment